21 July 2024
ডেঙ্গি ও চিকুনগুনিয়ার পার্থক্য কীভাবে বুঝবেন?
credit: istock
TV9 Bangla
বর্ষা আসতে না আসতেই মশার দাপট শুরু হয়েছে। অনেক জায়গায় ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবরও মিলেছে।
বর্ষায় ডেঙ্গির পাশাপাশি চিকুনগুনিয়ার প্রকোপও বাড়ে। দুটোই মশাবাহিত রোগ।
ডেঙ্গি এবং চিকুনগুনিয়া- দুটি রোগের উপসর্গ অনেকটা একই। কীভাবে দুটি রোগের পার্থক্য বুঝবেন জানুন।
ডেঙ্গি এবং চিকুনগুনিয়া- দুটি রোগেরই প্রাথমিক উপসর্গ জ্বর। তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে চিকুনগুনিয়ার থেকেও ভয়ঙ্কর ডেঙ্গি।
বিশেষজ্ঞের মতে, জ্বরের সঙ্গে চিকুনগুনিয়ার রোগীদের জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয়। এটাই ডেঙ্গি রোগীর থেকে চিকুনগুনিয়ার রোগীদের আলাদা করে দেয়।
ডেঙ্গিতে রক্তপাত ও শ্বাসকষ্ট হতে পারে। চিকুনগুনিয়ায় সাধারণত এরকম সমস্যা হয় না।
চিকুনগুনিয়া ভাইরাস সরাসরি জয়েন্টের উপর প্রভাব ফেলে। সেজন্য জয়েন্টে মারাত্মক ব্যথা হয়। ডেঙ্গিতে হাত-পায়ে ব্যথা হলেও জয়েন্টে তীব্র ব্যথা হয় না।
চিকুনগুনিয়ার কোনও ভ্যাকসিন নেই। এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়, মশার কামড়ের হাত থেকে নিজকে রক্ষা করা।
আরও পড়ুন