26 Aug 2024

কোন তেলে রান্না করলে ভাল থাকবে আপনার শিশুর স্বাস্থ্য

credit: google

TV9 Bangla

সাধারণত খুব একটা না শোনা গেলেও এমনটা হতে পারে। ডায়াবিটিসের কারণে কিন্তু ব্যথা হতে পারে আপনার পায়ে। এমনকি হাঁটা চলা করতেও সমস্যা হতে পারে।

এমনিতে ডায়াবিটিস হলেই শুরু জীবনে নানা বিধিনিষেধের। চিনি খাওয়া থেকে শুরু করে, মিষ্টি ফল, বা ভাত রোজের খাদ্য তালিকা থেকে বাদ যায় অনেক কিছুই।

তবে আপনি কি জানেন ডায়াবিটিস হলে তার প্রভাব কিন্তু সারা শরীরেই আমাদের ছড়িয়ে পরে। প্রভাব পড়তে পারে আপনার কিডনি বা হৃদয়ের উপরেও।

এমনকি ডায়াবেটিসের কোপ থেকে বাদ যায় না আপনার 'পা'ও। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

জানা গিয়েছে ভারতে ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে অনেকেই পায়ের সমস্যায় ভোগেন। আক্রান্ত রোগীদের অন্তত ১০ শতাংশের পা বাদ দিতে হয়।

ডায়াবেটিসে আক্রান্ত হয় মানুষ কারণ রক্তে বাড়তে শুরু করে শর্করার মাত্রা। ফলে অনেক সময় পায়ের ধমনীতে রক্ত জমাট বেঁধে যায়।

রক্ত সঞ্চালন ব্যহত হলে পায়ে ব্যথা হয়। হাঁটাচলার ক্ষমতা হ্রাস পায়। তাই এই সমস্যা দেখা দিলেই আগে সচেতন হতে হবে।

সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক সময় চিকিৎসা শুরু হলে ভাস্কুলার সার্জারির মাধ্যমে এই রোগ থেকে বাঁচা সম্ভব।