বৃষ্টিতে ভেজার পরে স্নান করে নিলে কি ঠান্ডা লাগে না? সত্যিটা কী?
credit: google
TV9 Bangla
বর্ষাকাল মানেই যখন তখন বৃষ্টি। রাস্তায় বেরিয়ে এই সময় ভিজে যাওয়া খুব একটা আশ্চর্যের নয়। তবে বৃষ্টিতে ভিজলেই বড়রা বলে বাড়ি ফিরে স্নান করে নিতে! তাতে নাকি আর ঠান্ডা লাগে না। সত্যি কি তাই?
বিশেষজ্ঞদের মতে এই কথার পিছনে বিজ্ঞানসম্মত যুক্তি রয়েছে। বাতাসে প্রচুর পরিমাণে ধুলোকণা এবং রাসায়নিক মিশে থাকে। বৃষ্টি নামলে এসব উপাদান জলের ফোঁটার সঙ্গে নীচে নেমে আসে।
বৃষ্টির জলে ভিজলে শুধু জল নয়, সঙ্গে এই সব উপাদান ত্বকে এসে পড়ে। ফলে শরীরের ক্ষতি হওয়ার ক্ষমতা রাখে। তাই বৃষ্টিতে ভিজে গেলে বাড়ি এসে স্নান করে নেওয়াই ভাল।
তবে অনেকের বৃষ্টির জলে ভিজলেই ঠান্ডা লেগে যায়। এটা অ্যালার্জিজনিত সমস্যা। এক্ষেত্রে শুরু হয়ে যায় হাঁচি, কাশি। সেই সঙ্গে নাক দিয়ে জল গড়ায়।
এমন ধাত থাকলে বাড়িতে এসে ঠান্ডা জলে স্নান না করাই ভাল। ঠান্ডা এবং গরম জল মিশিয়ে নিয়ে স্নান করুন। হাঁচি-কাশি হতেই থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
স্নান সেরেই পাখার তলায় বসবেন না। এসি ঘরেও থাকবেন না। তাতে বিপদ বাড়তে পারে। বদলে এক গ্লাস গরম দুধ বা চা এবং কফি খেটে পারেন।
বর্ষায় অফিস যেতে গিয়ে ভিজেও যেতে পারেন। সারাদিন সেই জামাকাপড় পরে কাজ করলে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা বাড়ে। তাই এই সমস্যা থেকে বাঁচতে অফিসেই একটা জামা-প্যান্ট রেখে দিন।
বৃষ্টিতে ভিজে জ্বর এলে যদি এক দিনের বেশি সময় থাকে, শরীরের তাপমাত্রা যদি বাড়তেই থাকে, তাহলে অবশ্যই সাবধান হন। চিকিৎসকের পরামর্শ নিন।