23 May 2024

এই ফলের রসে রাতারাতি উধাও যৌন দুর্বলতা

credit: istock

TV9 Bangla

পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশন খুব কমন সমস্যা। তার থেকেও বড় সমস্যা হল পুরুষের বন্ধ্যাত্ব‌ নিয়ে কেউ খোলাখুলি কথা বলে না।

ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা এড়াতে আপনি বেদানার সাহায্য নিতে পারেন। এতে আপনার যৌন ক্ষমতাও বাড়বে। বিশ্বাস হচ্ছে না?

দেহে আয়রনের ঘাটতি মেটাতে, রক্তাল্পতার ঝুঁকি এড়াতে মহিলাদের বেদানা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ছেলেরাও এই ফল খেতে পারেন।

পুরুষদের মধ্যে যৌন ক্ষমতা বৃদ্ধি করতে, বন্ধ্যাত্বে‌র সমস্যা দূর করতে বেদানা দুর্দান্ত কাজ করে। এমনটাই দাবি করছে গবেষণা।

গবেষণায় দেখা গিয়েছে, রোজ এক গ্লাস করে বেদানার রস খেলে পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা কমে যায়।

প্রাকৃতিক ভায়গ্রা হিসেবেও কাজ করে বেদানার রস। এই ফল খেলে আপনার মধ্যে যৌন শক্তি বৃদ্ধি। কমবে যৌন দুর্বলতাও।

বেদানা অ্যান্টিঅক্সিডেন্ট ও আয়রনে পরিপূর্ণ। এই ফলের রস খেলে দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এতে যৌনাঙ্গেও রক্ত চলাচল বাড়ে।

প্রতিদিন ৮ আউন্স বা এক গ্লাস করে বেদানার রস খেলেই আপনি ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা থেকে মুক্তি পাবেন।