20 July 2024
ডিম নাকি পনির- কোনটি বেশি উপকারী?
credit: istock
TV9 Bangla
সবসময় ক্লান্ত লাগছে? মাথাঘোরা, রক্তাল্পতার সমস্যায় ভুগছেন? মেজাজও খিটখিটে থাকছে? এই লক্ষণগুলি ভিটামিন-বি১২ -এর ঘাটতির কারণ হতে পারে।
শরীরের গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলির একটি হল, ভিটামিন-বি১২। লোহিত রক্তকণিকা সৃষ্টি থেকে হাড়, পেশি গঠন ও মানসিক স্বাস্থ্যের জন্য কার্যকরী এটি।
শরীরে ভিটামিন-বি১২ -এর ঘাটতি মেটাতে পারে সামুদ্রিক মাছ, ডিম, পনির। তবে ডিম নাকি পনির, কোনটিতে বেশি ভিটামিন-বি১২ রয়েছে, তা জেনে নিন।
প্রোটিন থেকে ভিটামিন, বিভিন্ন খনিজ এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে ডিমে। এটি পুষ্টিগুণের ভাণ্ডার। ফলে স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ ডিম।
পনিরেও পর্যাপ্ত মাত্রায় প্রোটিন, ভিটামিন, বিভিন্ন খনিজ ও ক্যালসিয়াম রয়েছে। এটা শরীরে এনার্জি বুস্টার হিসাবে কাজ করে। নিরামিষাশীরা পনির বেশি খায়।
ডিম ও পনির- দুটোই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে ডিম তাৎক্ষণিক প্রোটিন ও ভিটামিন সরবরাহ করতে সাহায্য করে।
ডিমে উপস্থিত কোলিন ও পনিরে থাকা ফোলেট মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। ফলে মানসিক স্বাস্থ্য ও মস্তিষ্কের কাজকর্ম ঠিক থাকে।
অন্যান্য পুষ্টি উপাদানের সঙ্গে ভিটামিন-বি১২ -এর উৎসও ডিম ও পনির। তবে বিশেষজ্ঞদের মতে, পনিরের থেকে বেশি উপকারী ডিম।
আরও পড়ুন