6 NOV 2024

ডায়াবেটিস না থাকলেও এই সব কারণে বাড়তে রক্তের শর্করা!

credit: getty images

TV9 Bangla

রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া নতুন কিছু নয়। এখন প্রায় সব ঘরে রয়েছে ডায়াবেটিসের রোগী। একবার এই রোগ হলে আর মুক্তি নেই। খাওয়া দাওয়া, জীবনযাপনে আসে নানা বিধি নিষেধ।

কিন্তু আপনি কি জানেন, রক্তে শর্করা যে কেবল ডায়াবেটিসে আক্রান্ত হলেও বাড়তে পারে এমনটা মোটেও নয়। তা ছাড়াও অনেক কারণে বাড়তে পারে শর্করার মাত্রা। একে বলে হাইপারগ্লাইসেমিয়া।

উপোস থাকার সময়ে প্রতি ডেসিলিটার রক্তে ১০০ মিলিগ্রামের বেশি শর্করা থাকলেই তাকে হাইপারগ্লাইসেমিয়া বলে। কিন্তু কেন হয় হাইপারগ্লাইসেমিয়া?

মহিলারা অনেক সময় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভোগেন। এই সময় মহিলাদের হরমোনের ভারসাম্য নষ্ট হয়। ফলে টেস্টোস্টেরন, ইনসুলিন ও সাইটোকাইন ক্ষরণ বেড়ে যায়। ফলে রক্তে শর্করার মাত্রাও বেড়ে যেতে পারে।

ডোপামাইন বা নর-এপিনেফ্রিনযুক্ত ওষুধ কিংবা অন্য নানা ওষুধে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। আবার ব্যক্তি বিশেষে নানা রকম প্রতিক্রিয়া হয় নানা ওষুধের। ফলে অনেক সময় রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায়।

বিভিন্ন ধরনের সংক্রমণের ফলে অনেক সময় কর্টিসোলের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোন ইনসুলিনের রক্ত থেকে অতিরিক্ত শর্করা হ্রাস করার ক্ষমতা কমিয়ে দেয়। ফলে আচমকা বেড়ে যেতে পারে রক্তের শর্করার মাত্রাও।

স্থূলতা বা শরীরের অতিরিক্ত মেদ কিন্তু ইনসুলিনের কার্যকারিতা হ্রাস করে। পাশাপাশি, রক্তের গ্লুকোজের পরিমাণ কমাতেও প্রতিবন্ধকতা তৈরি করে। তাই শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে।

মানসিক চাপ ও উদ্বেগ বাড়িয়ে দিতে পারে দেহের কর্টিসোল ও অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণের মাত্রা। এই হরমোনগুলির ভারসাম্য নষ্ট হলেও রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে।