8 Aug 2024

অতিরিক্ত সিগারেট খেলে কী কী রোগ হতে পারে?

credit: istock

TV9 Bangla

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলেও তিনি দীর্ঘদিন ধরে সিওপিডি-তে আক্রান্ত ছিলেন।

বুদ্ধদেব ভট্টাচার্যের সিওপিডি অর্থাৎ ফুসফুস-জনিত সমস্যায় আক্রান্ত হওয়ার অন্যতম কারণ অত্যধিক ধূমপান বলে মনে করা হয়।

চিকিৎসকদের মতে, অত্যধিক ধূমপানের ফলে ধোঁয়া ফুসফুসে প্রবেশ করে এবং শ্বাসছিদ্রগুলি বন্ধ হয়ে যায়। তার ফলে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়।

অত্যধিক ধূমপান ফুসফুস ক্যানসারের অন্যতম কারণ। বিশেষজ্ঞের মতে, সিগারেটে থাকা কার্সিনোজেনিক ফুসফুসের ডিএনএ ধ্বংস করে দেয়।

সিগারেটে নিকোটিন ছাড়া অনেক বিষাক্ত উপাদান থাকে। ফলে ফুসফুস ছাড়া শ্বাসনালী, মুখ গহ্বর, লিভার এমনকি কোলন ক্যানসারেরও ঝুঁকি বাড়ে।

অতিরিক্ত ধূমপান উচ্চ রক্তচাপেরও কারণ। রক্তচাপ বেড়ে গেলে রক্তনালীগুলিতে রক্ত জমাট বাঁধতে শুরু করে, যা হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

ধূমপানের ফলে রক্তে শর্করার মাত্রা বাড়ে। ফলে টাইপ-২ ডায়াবেটিসের নেপথ্যেও রয়েছে অত্যধিক ধূমপান। এর থেকে কিডনির সমস্যাও হতে পারে।

মহিলারা ধূমপান করলে স্তন ও গর্ভাশয়ের ক্যানসার হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া গর্ভপাতের আশঙ্কা বেড়ে যায়।