fennel water
insomnia 3

29 May 2024

বদহজম, ওবেসিটির সমস্যা? রোজ সকালে এই জল খান

credit: istock

image

TV9 Bangla

obesity5

বর্তমানের অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জেরে বদহজম, অ্যাসিডিটির সমস্যা অতিরিক্ত বেড়ে গিয়েছে। তার সঙ্গে কোষ্ঠকাঠিন্য, ওবেসিটির সমস্যাও বেড়েছে।

constipation

বদহজম থেকে কোষ্ঠকাঠিন্য, ওবেসিটি কমাতে অনেকে খাওয়া-দাওয়া থেকে জীবনযাপনে অনেক বদল করেন। কিন্তু, রান্নাঘরের একটি মশলাতেই রয়েছে সব সমস্যার সমাধান।

fennel water

রান্নাঘরে ব্যবহৃত মৌরি পুষ্টিগুণের আধার। এতে ভিটামিন-সি থেকে পটাসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো অনেক পুষ্টিগুণ রয়েছে।

বদহজম থেকে শরীরের বিভিন্ন সমস্যায় মৌরি খুব উপকারী। সকালে খালি পেটে মৌরি ভেজানো জল খেলে অনেক সমস্যার সমাধান মেলে।

বদহজম, কোষ্ঠকাঠিন্যর সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁরা রোজ সকালে খালি পেটে মৌরি ভেজানো জল খান। উপকার পাবেন।

দেহের অতিরিক্ত ওজন নিয়ে যাঁরা উদ্বিগ্ন, তাঁদের জন্য খালি পেটে মৌরি ভেজানো জল খুব উপকারী। এটা বিপাকক্রিয়া উন্নত করে এবং ওজন কমাতে সাহায্য করে।

ত্বকের জন্যও খুব উপকারী মৌরি। ব্রণ, বলিরেখার সমস্যায় রোজ সকালে মৌরি ভেজানো জল খান। উপকার পাবেন।

মৌরির জল শরীরের টক্সিন বের করে। ফলে শরীর ডিটক্স করা থেকে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে ও দৃষ্টিশক্তি ভাল রাখতে মৌরি-জল কার্যকরী।