30 June 2024

রোজ খালি পেটে সস্তার এই ড্রাই ফ্রুট খান, শরীর হবে ফিট

credit: istock

TV9 Bangla

শরীর সুস্থ রাখতে অনেকেই সকালে ছোলা ভেজানো, চিয়া বীজ বা লেবুর জল খান। কিন্তু জানেন কি, রোজ সকালে এই একটি ফলেই আপনার শরীর হবে ফিট।

ড্রাই ফ্রুটস হিসাবে পরিচিত ডুমুর। নাম শুনলে অনেকেই নাক শিঁটকোন। কিন্তু, এটা পুষ্টিগুণে ভরপুর।

ডুমুরে ফ্ল্যাভোনয়েড, পলিফেনল, ওমেগা-৬, ক্যালসিয়াম, ফাইবারের মতো পুষ্টি উপাদান রয়েছে। এগুলি স্বাস্থ্যের জন্য খুব উপকারী।

বিশিষ্ট পুষ্টিবিদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো ডুমুর খান। এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী।

ডুমুর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাসের মতো খনিজে ভরপুর। ফলে প্রতিদিন ডুমুর খেলে হাড়ের স্বাস্থ্য ভাল থাকে।

হার্টের স্বাস্থ্যের জন্য খুব উপকারী ডুমুর। এছাড়া রোজ ডুমুর খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

যাঁরা বদহজম, অ্যাসিডিটির সমস্যায় ভোগেন, তাঁদের জন্য খুব উপকারী ডুমুর। রোজ সকালে খালি পেটে ডুমুর খেলে পেট ফাঁপা, অ্যাসিডিটির সমস্যা কমে।

ডুমুরে প্রচুর মাত্রায় ফাইবার রয়েছে। রোজ সকালে ভেজানো ডুমুর খেলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা কমে এবং দেহের ওজন কমাতেও সাহায্য করে।