20 July 2024
পিসিওএস-এ ভুগছেন? কেমন হতে হবে ডায়েট
TV9 Bangla
পিসিওএসের সমস্যা অনেক মহিলায় ভোগেন। এই সমস্যা জেরবার না হতে চাইলে খাদ্যতালিকায় পরিবর্তন আনতে হবে।
পিসিওএস-এর সমস্যা থাকলে অনেকে গ্লুটেন-ফ্রি খাবার খান। কিন্তু এর পিছনে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
দুগ্ধজাত পণ্যও আপনি নির্দ্বিধায় খেতে পারেন।
তবে চেষ্টা করুন ব্রেকফাস্টে ভরপেট খাবার খেতে। এটি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।
পিসিওএস-এর সমস্যা থাকলে আপেল, স্ট্রবেরি, ব্লুবেরির মতো ফল খেতে পারেন।
এই অবস্থায় মিষ্টি জিনিস এড়িয়ে যাওয়াই ভাল কিন্তু আপনি ডার্ক চকোলেট খেতে পারেন।
ডায়েটে বেশি পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখুন।
প্রয়োজনে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এড়িয়ে চলুন, এতে হজমের সমস্যা বাড়তে পারে।
Learn more