9 June 2024

রোজ সকালে এই জুস খান, সুস্থ থাকবে হার্ট, কমবে সুগার

credit: istock

TV9 Bangla

রান্নাঘরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল, আদা। এটা কেবল স্বাদ বাড়ায় না, স্বাস্থ্যের জন্যও খুব উপকারী।

রান্নার পাশাপাশি চায়ে ব্যবহার হয় আদা। সর্দি-কাশি, গলা ব্যথায় খুব উপকারী আদা চা।

সর্দি-কাশি ছাড়াও হজমক্ষমতা বাড়ায় আদা চা। এছাড়া গ্যাস-অম্বল থেকেও মুক্তি দেয়।

বিশেষজ্ঞের মতে, বহু গুণের অধিকারী আদা। তাই কেবল রান্না বা চায়ে নয়, আদার রসও খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন।

প্রতিদিন সকালে আদার জুস পান করলে গ্যাস-অম্বলের সমস্যা কমে। এছাড়া বমি-বমি ভাব প্রতিরোধেও আদার জুস খুব কার্যকরী।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও আদার রস কার্যকরী বলে অনেক গবেষণায় পাওয়া গিয়েছে। এছাড়া এইচএসবিসি স্তরকেও উন্নীত করে।

রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে ও ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে কার্যকরী আদার রস। ফলে সুস্থ থাকে হার্ট।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরের ফোলা ভাব কমাতে উপকারী আদার রস। প্রতিদিন সকালে এটা খেলে উপকার পাবেন।