মুখে একটু লবঙ্গ রাখলেই খুশখুসে কাশির থেকে মুক্তি পাওয়া যায়। একথা সকলেই জানেন। ঠান্ডালাগার সমস্যায় লবঙ্গ হল সঞ্জীবনীর মতো
গার্গলের পাশাপাশি মুখে লবঙ্গ রাখলেও সেই খুশখুশে কাশির হাত থেকে রেহাই পাওয়া যায়। অনেক সময় হালকা ঠান্ডা থাকলেও মুখে লবঙ্গ রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা
খুশখুসে কাশি ছাড়াও একাধিক কাজে আসে লবঙ্গ। তা কি জানতেন? দাঁতের ব্যথাতে কাজে আসে লবঙ্গ তেল। আর ব্যথা হলেও মুখে লবঙ্গ রাখলে কাজ হয়। সংক্রমণ কমে
মুখের দুর্গন্ধ দূর করতেও জুড়ি মেলা ভার এই লবঙ্গের। ব্যাক্টেরিয়ার কারণেই মূলত এই দুর্গন্ধ হয়। তবে মুখে লবঙ্গ রাখলে সেই সমস্যা আর হবে না
হজমের গোলমাল হলে সঙ্গে সঙ্গে ওষুধ খাবেন না। বরং মুখে রাখুন লবঙ্গ। কয়েক মুহূর্তে স্বস্তি পাবেন। শুধু হজমের সমস্যার সমাধানে নয়, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও লবঙ্গ দারুণ উপকারী
লিভারের জন্যেও ভাল লবঙ্গ। অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ লবঙ্গের গুণে ভাল থাকে লিভার। আর তাই খেতেই পারেন
লবঙ্গ পেশির ব্যথা, যন্ত্রণা তাড়াতেও ওষুধের মতো কাজ করে। হাঁটুর ব্যথায় কাতর অনেকেই। শরীরের যে কোনও ব্যথা বিশেষ পায়ের ব্যথা দূর করে খুবই উপকারী হল লবঙ্গের চা। বানিয়ে খেতেই পারেন
লবঙ্গ মুখে রাখলে অনেকটাই উপকার পাওয়া যায়। তাই রোজ বাড়ি থেকে বেরনোর আগে একটা করে লবঙ্গ মুখে ফেলুন। এতে অনেক রকম উপকার পাবে