নখের উপর সাদা দাগ রোগের লক্ষণ
14 October 2023
অনেক সময় নখের উপর সাদা দাগ দেখা যায়। এগুলো নিয়ে খুব বেশি কেউ মাথা ঘামায় না। কিন্তু এটা নিয়ে ভাবার দরকার রয়েছে।
নখের উপর সাদা দাগ অনেক স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দেয়। বেশ কিছু রোগের লক্ষণ হতে পারে আপনার নখের উপর ছোট্ট সাদা দাগ।
দরজা-জানলায় আঙুল চেপে গেলে বা নখের উপর আঘাত লাগলে এমন সাদা দাগ তৈরি হয়। নখ বৃদ্ধির সঙ্গে এই দাগ প্রকাশ পায়।
ঘন ঘন নেলপলিশ রিমুভার ব্যবহারের কারণে নখের উপর সাদা দাগ তৈরি হয়। এটি নেলপলিশ রিমুভারের পার্শ্বপ্রতিক্রিয়ার লক্ষণ।
নখের উপর যদি ছত্রাক সংক্রমণ হয়, তাহলে এমন সাদা দাগ তৈরি হয়। এতে নখ ভঙ্গুর হয়ে যায়। তাই এ বিষয়ে সচেতন থাকুন।
প্রতি মাসে ম্যানিকিওর করান? নখের উপর অতিরিক্ত চাপ পড়লেও এমন সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে ম্যানিকিওর এড়িয়ে চলুন।
দেহে যদি জিঙ্ক ও ক্যালশিয়ামের অভাব থাকে, তাহলে সাদা দাগ হিসেবে এর লক্ষণ নখে প্রকাশ পায়। এই উপসর্গ এড়িয়ে যাবেন না।
অনেক সময় দেহে আয়রনের ঘাটতি থাকলে কিংবা রক্তাল্পতার সমস্যা হলে, নখের উপর সাদা দাগ দেখা দেয়। এটাও এড়াবেন না।
আরও পড়ুন