17 June 2024
হিমালয়ের গাছেই পুরুষের যৌনক্ষমতা থাকবে অক্ষুণ্ণ
TV9 Bangla
আমাদের দেশে এমন অনেক শাকসব্জি র
য়েছে, যে গুলি দেহের বিভিন্ন রোগ সারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। শুধু কোন সব্জি কোন কাজে লাগে, তা জানা প্রয়োজন।
আয়ুর্বেদ শাস্ত্রে ঔষধি গাছপালা দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। প্রাচীন কাল থেকেই তা হয়ে আসছে আমাদের দেশে।
সে রকম
ই ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ হল অ্যাসপারাগস। হিমায়লের পার্বত্য অঞ্চলে তা দেখতে পাওয়া যায় বিরল প্রজাতির এই গাছ।
এ গাছের শিকড় থেকে বিভিন্ন রকমের ওষুধ তৈরি হয়। আয়ুর্বেদেও তা ব্যবহৃত হয়। একাধিক রোগ থেকে শরীরকে মুক্ত রাখে তা।
পাইলসের সমস্যায় দারুণ কাজ দেয় অ্যাসপারাগাস।
অন্তঃসত্ত্বা মহিলাদের জন্যও এই পাহাড়ি
গাছ ভীষণ কার্যকরী। স্তন্যদুগ্ধ বৃদ্ধিতেও তা ভূমিকা রাখে।
পুরুষের যৌবন ধরে রাখতেও তা সাহায্য করে। সেই সঙ্গে যৌনক্ষমতা বৃদ্ধি করে।
শ্বাসযন্ত্রের বিভিন্ন সমস্যাতেও অ্যাসপারাগাসের ব্যবহার রয়েছে। এর পাশাপাশি রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে।
Learn more