পোড়া জিভে স্বস্তি পান দু'মিনিটে
12 October 2023
গরম কফি কাপে চুমুক দিলেই জিভ পুড়ে যায়। এটা কোনও নতুন ঘটনা নয়। জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কমবেশি সকলেরই আছে।
জিভ পুড়ে গেলে জ্বালাভাব তৈরি হয়। পাশাপাশি মুখে অস্বস্তি তৈরি হয়। এমনকী কয়েক দিনের জন্য মুখের স্বাদ চলে যায়।
গরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে গেলে এর সমাধান খুঁজে পান না অনেকে। কিন্তু ঘরোয়া টোটকায় দ্রুত আরাম মিলতে পারে।
জিভ পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা জল খেয়ে নিতে পারেন। এতে জিভের পোড়া ভাব কিছুক্ষণের মধ্যেই কমে যাবে।
জিভ পুড়ে গেলে সঙ্গে সঙ্গে মুখে বরফ দিতে পারেন। কিংবা বরফ জলে কুলকুচি করতে পারেন। এতেও চটজলদি উপকার পাবেন।
এক কাপ জলে দু’চামচ নুন মিশিয়ে কুলকুচি করুন। প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে নুন। এটি নিমেষে ব্যথা কমাবে।
জিভের জ্বালাভাব কমাতে সাহায্য করে চিনি। চিনির বদলে মধুও ব্যবহার করতে পারেন। পোড়া জিভের অস্বস্তি থেকে মুক্তি মিলবে।
জিভের জ্বালাভাব কমাতে পারে টক দই। জিভের যে অংশ পুড়ে গিয়েছে, তার উপর টক দইয়ের প্রলেপ লাগিয়ে দিন। দ্রুত সেরে যাবে ক্ষত।
আরও পড়ুন