6 July 2024

কত দিন অন্তর সুগার টেস্ট করা উচিত ডায়াবিটিকদের

TV9 Bangla

রক্তে শর্করার পরিমান বেশি থাকলে তাকে বলে ডায়াবেটিস। এই রোগের বিভিন্ন ধরন রয়েছে।  

এই সমস্যা থাকলে সুগার নিয়ন্ত্রণে রাখা আবশ্যক হয়ে পড়ে। ওষুধ খেয়ে হোক বা ইনসুনিল নিয়ে সুগারকে কন্ট্রোল রাখতে হয়।

রক্তে শর্করার পরিমান নিয়ন্ত্রণে থাকতে তা পরীক্ষা করে দেখা প্রয়োজন। এখানেই আসে প্রশ্ন। কোন ধরনের ডায়াবেটিসের রোগীদের কত সময় অন্তর পরীক্ষা করানো জরুরি।

তবে সব সময় পরীক্ষাকেন্দ্রে গিয়েই টেস্ট করাতে হবে, এর কোনও মানে নেই। ঘরেই গ্লুকোমিটার কিট কিনে মেপে নিতে পারেন।

টাইপ-১ ডায়াবেটিস থাকলে ইনসুনিল দেন চিকিৎসকরা। এই ধরনের ডায়াবেটিসের রোগীদের সুগার লেভেলের ওঠানামা বেশি হয়।

তাই দিনে একাধিক বার টেস্টও করতে হয় তাঁদের। কারও কারও ক্ষেত্রে দিনে তিন-চার টেস্টের পরামর্শ দেওয়া হয়।

টাইপ-২ ডায়াবেটিস আছে এবং ইনসুলিন নিতে হয়, এমন ব্যক্তিদের সপ্তাহে চার-পাঁচ বার সুগার টেস্ট করার প্রযোজন পড়ে।

টাইপ-২ ডায়াবেটিস আক্রান্ত যদি ওষুধ খান তাহলে সপ্তাহে দু-তিন টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয়।