12 March 2024
C-Section ডেলিভারিতে মোট কটা সেলাই পড়ে?
credit: istock
TV9 Bangla
কথায় বলে, স্বাভাবিক উপায়ে সন্তান প্রসব করতে গেলে একজন নারীকে একসঙ্গে প্রায় ২০৬ টি হাড় একসঙ্গে ভাঙার মতো তীব্র যন্ত্রণা ভোগ করতে হয়
তবে এখন অধিকাংশই সি-সেকশনের দিকে ঝুঁকেছেন। এক্ষেত্রে অনেকেই মনে করেন, এতে হয়তো দুর্ভোগ ও যন্ত্রণা অনেকটা কম
স্বাভাবিক প্রসবের মতো হয়তো অতটা যন্ত্রণা অনুভব করতে হয় না এমন ধারণাও আছে অনেকের। বলে রাখা দরকার, সি সেকশনে পেট কেটে বের করে আনা হয় গর্ভস্থ ভ্রূণকে
সেই সঙ্গে অনেকে এটাও মনে করেন যে স্বাভাবিক প্রসব অনেক ভাল। এমনকী সিজারিয়ানে বাচ্চার অনেক সময় ক্ষতির সম্ভাবনা থাকে। তবে এসবই মিথ
সি সেকশনে গর্ভস্থ শিশুকে বাইরে আনার পর প্রথম বন্ধ করা হয় ইউটেরাস এর চেরা জায়গা, ইফটেরাসের মুখ ৮-১০ টা সেলাইতে বন্ধ করা হয়
ইউটেরাসের পর সেলাই করা হয় পেরিটোনিয়ামকে। এখানে কমপক্ষে চার থেকে পাঁচটি সেলাই পড়ে
পরের ধাপে rectus sheath-এ পড়ে চার-পাঁচটি সেলাই। অর্গানগুলির সেলাইয়ের পর বন্ধ করা হয় মাসল লেয়ার। এতে দরকার হয় তিন থেকে চার ফোঁড় সেলাইয়ের
এরপর চার-পাঁচটি সেলাইয়ে বন্ধ করা হয় ফ্যাটের লেয়ার। এতগুলি সেলাইয়ের পরও বাকি থাকে ত্বকের উপরের অংশের কাটা জায়গা। এখন এখানে পেস্টিং করা হয়
আরও পড়ুন