21 June 2024
ফ্যাটি লিভারের ৫ লক্ষণ এড়াবনে না ভুলেও
credit: istock
TV9 Bangla
ওবেসিটি, কোলেস্টেরল, ডায়াবেটিসের পাশাপাশি বাঙালির জীবনে থাবা বসাচ্ছে ফ্যাটি লিভার। খাদ্যাভ্যাসে জেরে লিভারে জমছে ফ্যাট।
যকৃৎ সাধারণত ৫-৬ শতাংশ চর্বি শোষণ করতে পারে। এর চেয়ে বেশি চর্বি জমা হলে তা কিন্তু বিপজ্জনক। এখান থেকে বাড়ে মৃত্যুর ঝুঁকিও।
ফ্যাটি লিভার ধরা পড়লে লাইফস্টাইলে বদল আনতে হয়। তার আগে ফ্যাটি লিভার ধরা পড়া দরকার। তাই এই রোগের উপসর্গ জেনে নিন।
কোনও কারণ ছাড়াই ভুঁড়ি বাড়তে শুরু করেছে। দেহের ওজন বাড়ছে। এক্ষেত্রে অবশ্যই পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি ফ্যাটি লিভার হয়েছে কি না।
ফ্যাটি লিভারের কারণে শরীর থেকে টক্সিন ভাল করে বেরোতে পারে না। তাই প্রস্রাবের রং ও গন্ধের দিকে সচেতন থাকুন।
ফ্যাটি লিভারের কারণে পেটে প্রদাহ দেখা দেয়। এই উপসর্গ এড়িয়ে যাবেন না। এতে পেটে ব্যথা, বমি বমি ভাবের সঙ্গে খিদেও চলে যায়।
ওজন বৃদ্ধির পাশাপাশি অনেক সময় ফ্যাটি লিভারে ওজন কমেও যায়। খিদে কমে। খাবার দেখলে গা গুলিয়ে ওঠে। এটাও লিভারের রোগের উপসর্গ।
যদি কোলেস্টেরলের মাত্রা বাড়ে, তাহলে অবশ্যই ফ্যাটি লিভার পরীক্ষা করান। কোলেস্টেরলের সঙ্গে ফ্যাটি লিভারের সমস্যাও দেখা দেয়।
আরও পড়ুন