হেপাটাইটিসে আক্রান্ত হতে পারে শিশুরাও! কোন লক্ষণ দেখলেই সাবধান?
credit: google
TV9 Bangla
হেপাটাইটিস সি রোগ যে কেবল বড়দের হবে এমন কথা নেই। বরং শিশুরাও আক্রান্ত হতে পারে এই রোগে।
মূলত রক্তে সংক্রমণের কারণে ছড়ায় হেপাটাইটিস সি রোগ। তাই থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া রোগীদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি।
অনেক সময় ইঞ্জেকশন দিলে তার শরীর থেকেও সংক্রমণ ছড়ায়। এই রোগকে এড়িয়ে যাওয়াই মোটেই ভাল কথা নয়। তাতে লিভার ক্যানসারের ঝুঁকি বাড়ে।
তবে কেবল বড়রা নয় হেপাটাইটিস সি রোগে আক্রান্ত হওইয়ার ঝুঁকি বাড়ে শিশুদের মধ্যেও। কী দেখলে সতর্ক হবেন আপনি?
কিছু কিছু উপসর্গ দেখলেই আগে থেকে সাবধান হওয়া উচিত। যেমন এই রোগে আক্রান্ত হলে চোখে এবং ত্বকে হলদে ছাপ পড়তে পারে।
পেশির ব্যথা থেকে শরীরের গাঁটে গাঁটে ব্যথা হতে, পারে আপনার সন্তানের। তবে আরও নানা উপসর্গ রয়েছে সঙ্গে।
পেটে ব্যথা থেকে, খিদে কমে যাওয়া মতো লক্ষণ দেখা যায়। এমনকি খেয়াল রাখতে হবে প্রস্রাবের রঙের দিকে। প্রস্রাবের রং হলুদ হয়ে যায়। বমি ভাব, ক্লান্তি বা ঝিমুনি হতে পারে।
সাধারণত এক বছর বা তার বেশি বয়সী শিশুরা এই রোগে আক্রান্ত হতে পারে। তাই সাবধানে থাকতে আগে থেকেই শিশুকে টিকা দিয়ে রাখতে পারেন। উপরোক্ত কোনও উপসর্গ দেখলে চিকিৎসকের পরামর্শ নিন।