22 June 2024

কানে খোল কেন জমে? জমলে কী করা উচিত

TV9 Bangla

কান দেহের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। কান তিন ভাগে বিভক্ত। বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ।

বহিঃকর্ণের দেওয়ালে রয়েছে এপোক্রিন ঘর্মগ্রন্থি এবং সেবাম গ্রন্থি। এই দুই গ্রন্থির মিশ্রিত ক্ষরণই কানে জমে। যাকে সেরুমেন বলে।

কানে যে ময়লা জমে তাকে প্রচলিত কথায় কানের খোলও বলা হয়ে থাকে। কানের খোল আসলে সেরুমেন।

কানে জমা এই সেরুমেন কানের পর্দাকে রক্ষা করে। কিন্তু তা যদি বেশি হয়ে যায় তখন অস্বস্তি শুরু হয়।

এর জেরে কেউ কানে কম শোনেন। কারও কানে ঝাঁপ ধরে। ব্যথাও হয় অনেকের।

কানের ময়লা প্রাকৃতিক ভাবেই কান থেকে বের হয়ে যায়। কিন্তু কিছুক্ষেত্রে তা পরিষ্কারেরও দরকার পড়ে।

কিন্তু কানের ময়লা পরিষ্কার করতে গিয়ে খোঁচাখুঁচি করবেন না। এতে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে।

ময়লা খুব শক্ত হলে অলিভ অয়েক দিনে কয়েক বার ৫ ফোঁটা করে দিতে পারেন। বেশি অস্বস্তি হলে চিকিৎসকের কাছে যাওয়া বুদ্ধিমানের কাজ।