10 February 2024

চা খেয়েই ঢকঢক করে জল খান?

credit: istock

TV9 Bangla

অনেকে গরম চা পান করার পর ঢকঢক করে জল খেয়ে নেন। এমন ভুল কখনওই করবেন না।                                                                 

পানীয় জল শরীরের সব প্রয়োজন মেটাতে পারলেও গরম চায়ের পর জল পান করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে।                                                                 

চায়ের পরই জল পান করলে কী কী ক্ষতি হতে পারে? চা পান করার পর জল পান করলে স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকর তার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।                                                                 

তবে, বিশ্বাস করা হয় যে চায়ের মতো গরম পানীয় পান করার সঙ্গে সঙ্গে জল খেলে অ্যাসিডিটি বা ব্যথার মতো হজমের সমস্যা হতে পারে।                                                                 

এছাড়া দাঁত ও মাড়িরও ক্ষতি হতে পারে। ঠান্ডা ও গরম, পর পর পান করলে দাঁত ও মাড়ির জন্য ক্ষতিকারক।                                                                 

গরম চা পান করার পর জল পান করলে দাঁতে গর্ত ও যন্ত্রণা হওয়ার সমস্যা হতে পারে, মাড়ির স্নায়ুর ক্ষতি করে।                                                                 

চা খাওয়ার পর জল খেলে পেটে সমস্যা হতে পারে। পেটে গ্যাসের সমস্যা, ফোলাভাব, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা হতে পারে।                                                                 

এ ছাড়া চায়ের পরপরই ঠাণ্ডা জল পান করলেও পেটে আলসার হতে পারে। তাই ঠান্ডা গরম একসঙ্গে খেলে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।