24 August 2024

মেয়েদের জন্য কি পাবলিক টয়লেট ব্যবহার করা সুরক্ষিত?

credit: istock

TV9 Bangla

লং ড্রাইভে গেলে আতঙ্কে থাকে মেয়েরা। রাস্তায় টয়লেট পেয়ে গেলেই চাপ। ইউটিআই-এর ভয় কিছুতেই পিছু ছাড়তে চায় না।

পাবলিক টয়লেট ব্যবহার করলে মহিলাদের মধ্যে ইউটিআই-এর ঝুঁকি বেড়ে যায়। কিন্তু দীর্ঘক্ষণ টয়লেট চেপে রাখাও ক্ষতিকর।

পর্যাপ্ত পরিমাণে জল পান না করলে এবং দীর্ঘক্ষণ প্রস্রাব ধরে রাখলেও ইউটিআই-এর ঝুঁকি বেড়ে যায়। তাহলে কী করবেন?

পাবলিক টয়লেট ব্যবহার করা মহিলাদের জন্য কতটা সুরক্ষিত, এ নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। তাছাড়া এই সমস্যা প্রায় প্রতিটা মেয়েকেই পড়তে হয়।

ভারতের পাবলিক টয়লেট মহিলাদের জন্য সুরক্ষিত। ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করলে সেখানে ইউটিআই-এর ঝুঁকি ৭৮.২% বেশি।

পাবলিক টয়লেট ব্যবহার করলে প্রথমে ভাল করে জল ঢেলে ব্যবহার করুন। ওয়েস্টার্ন টয়লেট হলে টয়লেট সিট মুছে নিন।

আজকাল বাজারে টয়লেট সিট স্যানিটাইজার পাওয়া যায়। টয়লেট ব্যবহার করার আগে এই ধরনের স্যানিটাইজার স্প্রে ব্যবহার করতে পারেন। 

পাবলিক টয়লেট ব্যবহারের ভয়ে প্রস্রাব চেপে রাখবেন না। এতে মূত্রনালির সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। বরং, সতর্কতা অবলম্বন করুন।