27 March, 2024

স্নানের পরই ত্বকে চুলকানি! দ্রুত উপায় মিলবে এভাবেই

TV9 Bangla

credit: Pinterest

ঠান্ডা বা গরম শাওয়ারের তলায় শ্যাম্পু, সাবান দিয়ে চুল ও ত্বক পরিস্কার করার পরও ত্বকে একপ্রকার জ্বালাভাব বা চুলকানির লক্ষণ দেখা যায়। 

সাবান ব্যবহারের ফলে ত্বকের প্রাকৃতিক তেলগুলিকে সরিয়ে দেয় এবং এর ফলে শুষ্কতা হতে পারে। ধুয়ে না ফেলেন তবে সাবানের অবশিষ্টাংশ আপনার ত্বকে নানান সমস্যা তৈরি করতে পারে।

একজিমা হল এমন একটি অবস্থা যা ত্বকে প্রদাহ, ফুসকুড়ি, ফুসকুড়ি, ফোলাভাব এবং চুলকানি সৃষ্টি করে। গরম জল, সাবান এবং সুগন্ধযুক্ত পণ্যগুলি আপনার ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয়। 

শুষ্ক ত্বকের ঔষধি নাম জেরোসিস। আপনি দেখতে পাবেন যে শীতকালে আপনার ত্বক শুষ্ক অনুভব করে। এটি তাপমাত্রা এবং আর্দ্রতার মাত্রা হ্রাস হয়। 

 গরম, দীর্ঘক্ষণ ধরে শাওয়ার নেওয়ার ফলে সমস্যাটি আরও তীব্র করে তোলে এবং আপনার ত্বকের তেলগুলিকে সরিয়ে দেয় এবং এটি চুলকানির দিকে পরিচালিত করে।

স্নানের পরই ত্বককে ময়েশ্চারাইজড করুন। ত্বকের আর্দ্রতা আনতে বাজারচলতি পছন্দের ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

 স্নানের পর গামছা বা তোয়ালে দিয়ে জোরে জোরে ত্বকের উপর ঘষলে আর্দ্রতা মুছে যায়। ত্বকে চুলকানি ও জ্বালাভাব তৈরি হয়।

সাবান, স্ক্রাব, লোশন, ডিটারজেন্ট ও অন্য়ান্য বাকি অংশগুলি বিশেষ করে ত্বক যদি সংবেদনশীল হয়, তাহলে সেগুলি বদলের সময় এসেছে।