21 January 2024

নিমেষে থামবে নাক থেকে জল পড়া!

credit: istock

TV9 Bangla

শীতকাল মানেই সর্দি-কাশির প্রকোপ। আর তাতেই আপনি ফাঁদে পড়তে পারেন একাধিক ব্যাকটেরিয়ার। ফলে আপনাকে এইসব থেকে মুক্তি পেতে সাহায্য করবে কালমেঘ পাতা।

চিকিৎসকদের কথায়, এই পাতায় রয়েছে অত্যন্ত উপকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা কি না দেহের অন্দরে প্রদাহের প্রকোপ কমানোর কাজে সিদ্ধহস্ত।

আর ইনফ্লামেশন কমলে যে অচিরেই সর্দি-কাশি নিপাত যাবে, তা তো বলাই বাহুল্য। তাই এবার থেকে সর্দি-কাশির ফাঁদে পড়তে না চাইলে এটিকে সঙ্গী করুন।

রোজ সকালে উঠে এক-দুটো কালমেঘ পাতা চিবিয়ে বা জল দিয়ে গিলে খেয়ে নিন। কিংবা এই পাতা বেটে নিয়ে তা ভাত দিয়ে মেখে খেতে পারেন।

এই পাতায় রয়েছে এমন কিছু উপাদান যা কিনা জটিল-কুটিল সব ব্যাকটেরিয়ার খেল-খতম করার কাজে সিদ্ধহস্ত।

তাই আপাত নিরীহ সর্দি-কাশি থেকে শুরু করে ভয়াবহ বুকের সংক্রমণকে হেলায়-হারিয়ে দিতে চাইলে নিয়মিত এই পাতা সেবন করতেই হবে।

তবে সর্দি-কাশির দাপট কমাতে নয়, বরং অন্য সব একাধিক রোগকে বশে রাখার কাজে একাই একশো এই কালমেঘ পাতা।

হাই ব্লাড সুগারকেও নিয়ন্ত্রণে রাখার কাজে একাই একশো কালমেঘ পাতা। হজমে সাহায্যকারী উৎসেচক তৈরিতেও সাহায্য করে।