9
insomnia 3

8 Aug 2024

প্রচুর পুষ্টিগুণ, এই পাতা খেলেই মিলবে পেটের সমস্যা থেকে মুক্তি!

credit: google

image

TV9 Bangla

1

প্রদাহজনিত ব্যথা থেকে আলসারের সমস্যা, সব কিছুতেই উপকারী এই পাতা। হাতের কাছেই রয়েছে, থানকুনি পাতার অনেক গুণ। জানলে অবাক হবেন আপনিও!

2

থ্রম্বোসিস অর্থাৎ রক্ত জমাট বাঁধার সমস্যা থাকে অনেকের। থানকুনি পাতা রক্ত সঞ্চালন ঠিক রাখতে অব্যর্থ ওষুধ। আবার এই পাতার পুষ্টিগুণ স্নায়ু শিথিল করে ফলে ভাল ঘুম হয়।

3

স্ট্রেস হরমোনের ক্ষরণ কমায় এই পাতা। ফলে মানসিক অবসাদ থাকলে তাও কমে যায়। মনের মতো ত্বকের ক্ষত সারাতেও উপকারী এই পাতা। ক্ষতস্থানে থানকুনি পাতার রস লাগিয়ে দেখুন, ফল মিলবে।

পেট খারাপ থেকে পেটের আলসার সারাতেও উপযোগী থানকুনি পাতা। থানকুনির পাতার রস পেটে গেলে উপকার মেলে।

স্ট্রেসের কারণে অনেক সময় স্নায়ুকোশে ক্ষয় হয়। থানকুনি পাতায় থাকা পুষ্টিগুণ এই স্ট্রেস রোধ করতে বেশ উপযোগী। স্ট্রেস হরমোনের ক্ষরণ কমে, ফলে ব্রেন ভাল থাকে।

আপনি কি জানেন, মাঠে ঘাটে পাওয়া যাওয়া থানকুনি পাতা বাঁচিয়ে দিতে পারে হাজার হাজার টাকা। ম্যাডকোসসাইড অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে, ত্বককে ভাল রাখে।

এই পাতায় র‍য়েছে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান। চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে।

তবে লিভারের সমস্যা থাকলে এই থানকুনি পাতা খাওয়া থেকে বিরত থাকুন।  আবার অনেকের এই পাতায় এলার্জি থাকে। তাই বুঝে খান।