5 March 2024
ট্যাবলেট ভেঙে খান নাকি! মৃত্যু ঠেকাতে ওষুধ খাওয়ার নিয়ম জানুন
credit: istock
TV9 Bangla
অনেকেই ট্যাবলেট গিলে খেতে পারেন না, তাই ভেঙে গুঁড়ো করে খান। শিশুদের ক্ষেত্রে ঠিক হলেও প্রাপ্তবয়স্কদের জন্য মোটেও তা ঠিক নয়।
ওষুধ খাওয়ার রয়েছে নানা নিয়ম। খাওয়ার পরে বা আগে, কীভাবে কতক্ষণ পরে খাবেন, সেই নিয়ে বাজে অভ্যেস প্রায় কমবেশি সকলেরই আছে।
বিশেষজ্ঞদের মতে, ট্যাবলেট ভেঙে গেলে তার কার্যকারিতা হ্রাস পায়। ফলে রোগ সারে অনেক দেরিতে। শরীরের উপর নানা পার্শ্বপ্রতিক্রিয়াও সৃষ্টি হতে পারে।
মানুষের শরীরে পাকস্থলীতে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেই অ্যাসিডে মিশ্রিত হওয়ার আগেই কার্যক্ষমতা হারিয়ে ফেলে ভেঙে যাওয়া ওষুধগুলি।
এছাড়া সঠিক উপায়ে মেডিসিনগুলি শোষিতও হয় না। ট্যাবলেটের উপরে থাকে একটি কোটিং। যা পরিপাক হতে সাহায্য করে। সেগুলিও নষ্ট হয়ে যায়।
বিশেষ পদ্ধতির মাধ্যমে কিছু পলিমার বা অন্য উপাদান দিয়ে এই পাতলা আস্তরণ থাকে। এই কোটিং ওষুধকে পাকস্থলির এই অ্যাসিডিক পরিস্থিতি থেকে রক্ষা করে।
ওষুধের উপর এমন ভাবে কোটিং করা থাকে, যা দীর্ঘসময় ধরে অল্প অল্প করে রক্তের সঙ্গে মিশতে থাকে, কাজের কাজ হয় তাতে।
ট্যাবলেট গুঁড়ো করে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। গোটা ট্যাবলেট খেতে অসুবিধা হলে ডাক্তারকে জানান।
আরও পড়ুন