4 July 2024
পায়ে ব্যথা? হার্টের সমস্যার লক্ষণ হতে পারে এটা
credit: istock
TV9 Bangla
পায়ে ব্যথা মানে অনেকেই মনে করেন, এটা ইউরিক অ্যাসিডের ব্যথা। কিন্তু, সবসময় এরকম ভাবা ঠিক নয়।
পায়ে ব্যথার অনেক কারণ হতে পারে। হার্ট বা কিডনির গুরুতর সমস্যাতেও পায়ে নানা লক্ষণ দেখা দেয়।
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে হার্টের সমস্যা দেখা দেয়। হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ে।
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে তার অনেক উপসর্গ পায়ে দেখা দেয়। পায়ে ব্যথা, পায়ের তলা ফুলে যাওয়া কোলেস্টেরল বাড়ার অন্যতম লক্ষণ।
অনেকের গরমের সময়ও পায়ের তলা ঠান্ডা হয়ে যায়। এটা কেবল নিম্ন রক্তচাপ বা টেনশনের কারণে হয় না। এটা রক্তে কোলেস্টেরল বাড়ার কারণ হতে পারে।
ঠিকমতো রক্ত চলাচল না করলে, পুষ্টি ও অক্সিজেন সর্বত্র না পৌঁছলে পায়ের ত্বক হলুদ হতে পারে।
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে রক্ত চলাচলে বাধা পায়। ফলে শিরা-ধমনীতে রক্ত জমাট বেঁধে যায়। তার ফলে নানা সমস্যা দেখা দেয়।
পেশিতে টান ধরা ইউরিক অ্যাসিড বাড়ার একটি লক্ষণ। তবে কিডনির সমস্যা দেখা দিলেও পেশিতে টান ধরতে পারে। টানা এরকম চললে অবহেলা করবেন না।
আরও পড়ুন