27 December 2023
প্রতিদিন ভ্যাজাইনা পরিষ্কার করেন তো?
credit: istock
TV9 Bangla
নিয়মিত অন্তর্বাস পরিষ্কার করার পরও ভ্যাজাইনা দিয়ে আঁশটে গন্ধ ছাড়ে। অনেক সময় অন্তর্বাসেও ময়লা লেগে থাকে। এই অবস্থায় কী করবেন?
গোপনাঙ্গ প্রতিদিন পরিষ্কার করতে হয়। ভ্যাজাইনা অপরিষ্কার থাকলে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণের ঝুঁকি থাকে।
অনেকেই বুঝতে পারেন না যে, কীভাবে যোনি এলাকা পরিষ্কার করা উচিত এবং কীভাবে সংক্রমণের ঝুঁকি এড়ানো যায়। তাঁদের জন্য রইল টিপস।
প্রতিবার প্রস্রাবের পর সাধারণ জল দিয়ে যোনি এলাকা পরিষ্কার করুন। এক ফোঁটা প্রস্রাবও ভ্যাজাইনাতে লেগে থাকলে দুর্গন্ধ ছাড়তে পারে।
প্রতিদিন প্যান্টি পরিবর্তন করুন। অপরিষ্কার অন্তর্বাস পরলে জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে। সুতির প্যান্টি পরলে যোনি এলাকার ত্বকও ভাল থাকে।
যৌন মিলনে লিপ্ত হওয়ার পর অবশ্যই ভ্যাজাইনা পরিষ্কার করবেন। সংক্রমণ এড়াতে হালকা সাবান ও ঈষদুষ্ণ জল দিয়ে যোনি এলাকা পরিষ্কার করুন।
পিরিয়ডের সময় বিশেষ সতর্কতা মেনে চলুন। সময়মতো স্যানিটরি প্যাড, ট্যাম্পন ও মেন্সট্রুয়াল কাপ পরিবর্তন করুন।
প্রচুর পরিমাণে জল পান করুন। ভ্যাজাইনা পরিষ্কার করতে রাসায়নিক উপাদান যুক্ত সুগন্ধী কোনও পণ্য ব্যবহার করবেন না।
আরও পড়ুন