30 December 2023

পুরুষদের দেহেও বাসা বাঁধে স্তন ক্যানসার

credit: istock

TV9 Bangla

স্তন ক্যানসার শব্দটা মাথায় এলে অনেকেই ভাবেন এই রোগ শুধু মহিলাদের হয়। কিন্তু একেবারেই তা নয়। বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা।

বিশেষজ্ঞদের মতে, স্তন ক্যানসারের প্রবণতা নারীদেহে বেশি হলেও এটি কেবল মেয়েদের অসুখ নয়। পুরুষদের দেহেও এই রোগ বাসা বাঁধতে পারে।

পুরুষদের ক্ষেত্রে এ বিষয়ে অনেকটাই সচেতন থাকতে হয়। এমনকী কিছু কিছু সময় চিকিৎসা শুরু হতেও দেরি হয়ে যায়। আর তাতেই ঘটে বিপদ।

পুরুষদের শরীরে স্তনের টিস্যু থাকে অল্প পরিমাণে। কিন্তু তাতেও বিপদ দেখা দেয়। সারা পৃথিবীতে যত স্তন ক্যানসার ধরা পড়ে, তার প্রায় ১ শতাংশ পুরুষদের দেহে দেখা যায়।

কিন্তু কোনও পুরুষ কীভাবে সচেতন হবেন? অর্থাৎ উপসর্গ কী? তা জেনে নিন। আমেরিকার চিকিৎসা নিয়ামক সংস্থা সিডিসি বলছে, স্তনের আশপাশে ব্যথা হতে পারে।

এছাড়াও স্তনে ফোলা ভাব, স্তনে ঘা কিংবা লালচে ভাব এই মারণরোগের লক্ষণ হতে পারে। স্তনবৃন্ত থেকে পুঁজের মতো তরল বেরলেই সাবধাণ হতে হবে।

আর স্তনবৃন্ত যদি ভিতরের দিকে ঢুকে যায়, তাহলে শুরুতেই সাবধান হওয়া দরকার। এই ধরনের সমস্যা দেখতে পেলে অবিলম্বে চিকিৎসকের কাছে যান।

বয়স বাড়লে পুরুষদের মধ্যে এই রোগের আশঙ্কা বেড়ে যায়। ৫০ ও তার বেশি বয়সি পুরুষদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়।