বসন্তের সময় বাচ্চাদের মধ্যে চিকেনপক্স বা মামসের ভাইরাস দ্বারা আক্রমণ হয় বেশি। কারণ এই সময় এই রোগের ভাইরাসগুলি সক্রিয় হয়ে ওঠে।
সাধারণত, ভাইরাসের হামলায় স্যালিভারি গ্ল্যান্ড ফুলে যায় ও অসহ্য যন্ত্রণা হতে শুরু করে। এমনটা হলে বুঝবেন মামস হয়েছে।
এই রোগ শিশু থেকে প্রবীণ সকলের মধ্যেই দেখা যায়। তবে এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরাই।
মামস রোগ আদতে একটি ছোঁয়াচে রোগ। লালা ও স্পর্শের কারণে এই রোগ একজনের থেকে আরেক জনের মধ্যে ছড়িয়ে পড়ে।
তবে এই ভাইরাসে আক্রান্ত হলে দ্বিতীয়বার আর হওয়ার আশঙ্কা থাকে না। তবে যারা একবার আক্রান্ত হয়েছেন, তারাই বুঝেছেন এই রোগের জ্বালা। সাধারণত ২ সপ্তাহের আগে সারে না।
মামস হলে গলা ফুলে যায়, গলায় ও টনসিলে অসহ্য যন্ত্রণা, মাথা ব্যাথা, হাল্কা জ্বর, ক্লান্তি বা দুর্বল ভাব, ক্ষিদে না পাওয়া, ঘন ঘন বমি বমি ভাব দেখা যায়।
শুধু তাই নয়, মামস হলে গলায় কাঁটা বেঁধার মতো অসুবিধা হয়। কথা বলতে, কিছু খেতে, গিলতে খুব কষ্ট হয়। দ্রুত চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত।
এই সময় আদা, হরিতকি, অ্যালোভেরা, গোলমরিচ, ডুমুরের পাতা গরম জল দিয়ে ফুটিয়ে সেঁক দেওয়া বা গরম গরম খেলে আরাম পাবেন, দ্রুত সেরেও উঠবেন।