27 May 2024

শরীরে ক্যানসার বাসা বেঁধেছে? জেনে নিন নখ দেখে

credit: istock

TV9 Bangla

বর্তমানে মারণরোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। বিশেষত, স্তন ক্যানসার, জরায়ু ক্যানসার আক্রান্তের হার অতিরিক্ত বেড়েছে।

অনেকেই বুঝতে পারেন না তাঁর শরীরে ক্যানসারের জীবাণু বাসা বেঁধেছে। ফলে যখন ধরা পড়ে, তখন অনেক দেরি হয়ে যায়।

সাম্প্রতিক গবেষণা বলছে, কেউ ক্যানসার আক্রান্ত হয়েছে কি না সেটা তার হাতের নখ দেখেই বোঝা যাবে।

আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের বিজ্ঞানীদের এক গবেষণায় নখ এবং ক্যান্সারের মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে।

গবেষণায় বলা হয়েছে যে, নখের উপর একটি লাল ব্যান্ড তৈরি করা ক্যান্সারের লক্ষণ হতে পারে।

গবেষণায় আরও দেখা গিয়েছে, নখের রং পরিবর্তন হতে পারে এবং নখের উপর লাল ডোরা দাগ তৈরি হয়। নখের ডগাও থেকে ঘন হতে থাকে।

নখের এই পরিবর্তন জেনেটিক কারণে ঘটতে পারে। বিএপি 1 সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তিরা ঝুঁকির মধ্যে রয়েছে।

 BAP1 সিন্ড্রোমের কারণে শরীরে ক্যান্সার ও নন-ক্যান্সার টিউমার তৈরি হতে থাকে। যার থেকে ত্বক, চোখ এবং কিডনি ক্যান্সারের ঝুঁকি বেশি।