28 February 2024

মহিলাদেরও স্বপ্নদোষ হয়, জানেন?

credit: istock

TV9 Bangla

ভারতীয় পুরুষদের অধিকাংশেরই স্বপ্নদোষের সমস্যা থাকে। এমনকী ছেলেদের চিন্তাও থাকে এই স্বপ্নদোষ নিয়ে। তবে শুধু ছেলেদেরই নয়। মেয়েদের মধ্যেও স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে

এর ফলে মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। অন্তর্বাস ও নিম্নাঙ্গের পোশাকের সঙ্গে সঙ্গে অনেক সময় ভিজে যায় বিছানার চাদরও

সাধারণত কৈশোর বয়সেই এই সমস্যা বেশি দেখা দেয়। তবে কখনও কখনও জীবনের পরবর্তী সময়ে অর্থাৎ তরুণ বয়সেও এই সমস্যা দেখা দিতে পারে

ওয়েট ড্রিমের সমস্যা মেয়েদেরও হয়। হস্তমৈথুন বা কেউ উত্তেজিত না করে তুললেও প্রায়ই অনেক ছেলেদের লিঙ্গ উত্থিত হয়। এবং উত্তেজনার বশে বীর্যস্খলন হয়ে যায়

এটাকেই স্বপ্নদোষের বলা হয়। নিজের নিয়ন্ত্রণ ছাড়াই এক্ষেত্রে অর্গ্যাজম হয়। তবে অনেকেরই মধ্যেই এমন ধারণা রয়েছে যে, এটা কেবল ছেলেদেরই হয়

এই ধারণা একেবারেই ঠিক নয়। অনেক সময় সারা রাত ধরে মাথায় যৌনতার চিন্তা আসতে থাকে। অতিরিক্ত চিন্তা থেকেই এমনটা হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা

এছাড়াও, রাতে অনেকেই পর্ন বা নীল ছবি দেখেন নিয়মিত। সেই পর্নের দৃশ্য স্বপ্নের মধ্যেও প্রভাব ফেলে। এর ফলে স্বপ্নদোষের মতো সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন যৌনক্রিয়া থেকে দূরে থাকলেও এই সমস্যা দেখা দিতে পারে

শোওয়ার সময় বিছানার সঙ্গে যৌনাঙ্গের ঘর্ষণ হতে পারে। এর জেরেও স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে। ঘন ঘন স্বপ্নদোষ হলে তা থেকে শারীরিক দুর্বলতা দেখা দিলেও দিতে পারে। তাই এমনটা প্রায়ই হতে থাকলে সমস্যা লুকোবেন না