গবেষণা বলছে, নাক খোঁটার অভ্যেস থাকলে সাবধান হওয়া উচিত আজ থেকে।
সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে, নাকে আঙুল দেওয়ার অভ্যেসের কারণে অ্যালঝাইমার রোগের ঝুঁকি বেড়ে যায়।
হাতের আঙুল দিয়ে সাধারণ ব্যাকটেরিয়া, ক্ল্যামিডিয়া, নিউমোনিয়া, নাক দিয়ে মস্তিষ্কে পৌঁছাতে পারে। এই ব্যাকটেরিয়া নাকের শ্বাস-প্রশ্বাস ও স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করে।
এমন পরিস্থিতিকে অ্যালঝাইমারস রোগের সঙ্গেও জড়িত। ভুলে যাওয়ার রোগের নানা ইঙ্গিত ধরা পড়ে।
গুরুত্বপূর্ণ গবেষণাটি থেকে এটুকু বোঝা গিয়েছে যে নাকের স্বাস্থ্য ও আলঝেইমার রোগের মধ্যে একটি সম্ভাব্য যোগসূত্র থাকতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ হল, আলঝাইমারের ঝুঁকি থেকে রক্ষা পেতে নাকের আস্তরণকে সুস্থ রাখা ও নাকের লোম না উপড়ে ফেলা।
আলঝাইমার রোগ একটি নিউরোডিজেনারেটিভঅসুখ। ধীরে ধীরে মস্তিষ্কের কোষগুলোকে ধ্বংস করে ফেলে। এই রোগের কারণে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে।
বর্তমানে আলঝাইমারের কোনও স্থায়ী নিরাময় নেই। তবে মনে করা হয়, জীবনধারা পরিবর্তন করলে ও স্বাস্থ্যকর অভ্যাস করলে এই ধরনের ঝুঁকি কমে যায়।