21 February 2024
৫ খাবার পোষ্যের জন্য
নয়
credit: istock
TV9 Bangla
বাড়িতে সারমেয় রয়েছে? তাকে কী খাবার খেতে দেন? সব ধরনের খাবার কিন্তু বাড়ির পোষ্যকে দেওয়া যায় না। বিশেষত কুকুর-বিড়ালকে।
অনেক সময় খেতে বসে দেখলেন আপনার দিকে করুণ চোখ দিয়ে তাকিয়ে রয়েছে পোষ্য। আপনি ভালবেসে মাছ-মাংস খাইয়ে দিলেন।
মানুষ ও পোষ্যের বিপাকক্রিয়া সমান হয় না। তাই আপনি যে খাবার খাচ্ছেন, সেটা কুকুরের সহ্য নাও হতে পারে। তাই কোন খাবার পোষ্যকে দেবেন না, জেনে নিন।
পেঁয়াজ-রসুন দেওয়া কোনও খাবারই কুকুর-বিড়ালের খাওয়ানো উচিত নয়। এমনকি সামান্য পেঁয়াজ-রসুনের গুঁড়োও ক্ষতিকারক।
কুকুর-বিড়ালের শরীরে চকোলেট সহ্য হয় না। চকোলেটে থিয়োব্রোমাইন নামের একটি যৌগ রয়েছে, যা পোষ্যের জন্য বিষ।
টার্টারিক অ্যাসিড থাকা আঙুর, কিশমিশের মতো ফল পোষ্যের স্বাস্থ্যের জন্য উপকারী নয়। এগুলো কুকুরদের জন্য ক্ষতিকারক।
পোষ্যের খাবারে নুন দেন, ঠিকই। কিন্তু নুন থেকে সারমেয়ের বমি, ডায়ারিয়া ও স্নায়ুর নান রকমের সমস্যা দেখা দিতে পারে।
ভুলেও কুকুর-বিড়ালকে আইসক্রিম খাওয়াবেন না। এতে পোষ্যের ডায়ারিয়া, কৃমির মতো পেটের সমস্যা দেখা দিতে পারে।
আরও পড়ুন