21 March 2024

সদগুরুর অসুখে আপনিও আক্রান্ত হতে পারেন! রোগের লক্ষণ জানুন

TV9 Bangla

সাধারণ মাথা ব্যথা থেকে করতে হল অস্ত্রোপচার। এমনটা করতে হবে কখনও ভাবেননি সদগুরু।          

ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরুর মাথায় সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, সদগুরুর মাথায় রক্তক্ষরণ হচ্ছিল।           

আঘাত ছাড়াই সদগুরুর মাথায় কেন রক্তক্ষরণ হল? চিকিৎসক বিনীত সুরি জানান, মাথায় রক্তক্ষরণের কারণ সাবডুরাল হেমাটোমা।           

সাবডুরাল হেমাটোমা এক স্নায়বিক বিপজ্জনক অবস্থা। এর ফলে মস্তিষ্কের ক্ষতি হয়, মৃত্যুও হতে পারে।           

প্রচণ্ড মাথা ব্যথার সঙ্গে কথা বলতে অসুবিধা ও দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া সাবডুরাল হেমাটোমার প্রাথমিক লক্ষণ।           

সাবডুরাল হেমাটোমার ফলে বমিও হতে পারে। সদগুরুর বাঁ পা দুর্বল হয়ে পড়ছিল ও মাথায় ফোলাভাব ছিল।           

বয়স বৃদ্ধি, মাথায় গুরুতর আঘাত ও স্নায়বিক সমস্যার কারণে সাবডুরাল হেমাটোমা হতে পারে।           

মাথায় আঘাত লাগলে বা স্নায়বিক কারণে অল্প বয়সেও সাবডুরাল হেমাটোমা হতে পারে। ওষুধে না  সারলে অস্ত্রোপচার করতে হয়।