12 December 2023

গোলমরিচ ছাড়া চলবে না

credit: istock

TV9 Bangla

স্যুপ হোক বা স্যালাদ অল্প গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলেই তার স্বাদ বেড়ে যায়। পাশাপাশি বেড়ে যায় খাবারের পুষ্টিগুণও।

গোলমরিচের গুঁড়ো খাবারে ঝাল স্বাদ বাড়ানোর পাশাপাশি পুষ্টিগুণও বাড়িয়ে তোলে। এই মশলা স্বাস্থ্যের জন্য দারুণ উপযোগী।

শীতকাল আসতেই জ্বর-সর্দির সমস্যা লেগেই থাকে। এই অবস্থায় গোলমরিচের গুঁড়ো খেলে ঠান্ডা লাগার ধাত কমাতে পারবেন।

গোলমরিচের মধ্যে ভিটামিন সি রয়েছে। এটি দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ইমিউনিটি বৃদ্ধি করে।

বন্ধ নাক, হাঁপানির সমস্যা থেকে মুক্তি দেয় গোলমরিচ। তুলসি পাতার সঙ্গে গোলমরিচ গরম জলে ফুটিয়ে ও মধু মিশিয়ে পান করুন।

ঠান্ডা লেগে দাঁতে ব্যথা হোক বা ক্যাভিটি, গোটা গোলমরিচ মুখে ফেলে রাখলে আরাম পাবেন। এই মশলা দাঁতের ব্যথা কমায়।

ধূমপানের প্রতি আসক্তি ছাড়তে পারেন না? গোলমরিচ খেলে আপনি ধূমপানের প্রতি আসক্তি থেকে মুক্তি পেতে পারেন। 

বাঙালি বাড়িতে সপ্তাহে এক-দু'দিন নিরামিষ খাবার খাওয়ার চল রয়েছে। আবার কোনও কারণ ছাড়াই নিরামিষ রান্না হয় মাঝেমধ্যে।