8 March 2024

গ্রিট টি-র বাবা, রোজ চুমুকে ম্যাজিক দেখুন শরীরজুড়ে

TV9 Bangla

চা অনেকেরই প্রিয় পানীয়। তবে বর্তমানে বাজারে বিভিন্ন রকমের চা পাওয়া যায়। কিন্তু হোয়াইট টি-এর বিষয়ে জানেন?

চা গাছের নতুন কুঁড়ি এবং কচি পাতা থেকে এই ধরনের চা তৈরি করা হয়। এবং তা হাল্কাভাবে অক্সিডাইসড করা থাকে।

অন্যান্য চায়ের মতো হোয়াইট টি রোলড বা অক্সিডাইসড হয় না। এর জেরে চা পাতার ফ্লেভার খুব ভালো ভাবে বজায় থাকে।

তবে শুধু স্বাদে অতুলনীয় নয়। এই ধরনের চায়ের বিবিধ উপকারিতা রয়েছে। আসুন দেখে নিই হোয়াইট টি-র উপকারিতা।

হোয়াইট টি-এ থাকে এপিগালোকাটেচিন গ্যালাটে (EGCG)। যা ফ্যাটকে গলাতে সাহায্য করে। তাই এই চা ওজন ঝরাতে দারুণ কার্যকরী।

হোয়াইট টি-এ থাকেন বিভিন্ন রকম অ্যান্টি অক্সিড্যান্ট। এই চা নিয়মিত খেলে দেহ এবং মুখের ত্বক থাকে ভালো।

হৃদযন্ত্র এবং রক্ত সঞ্চালন ব্যবস্থাকে মসৃণ করে এই ধরনের চা। হৃদরোগীদের জন্যও ভীষণ উপকারী হোয়াইট টি।

কোলন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে হোয়াইট টি। কোলনে ক্যানসার কোষের বৃদ্ধিতে বাধা দেয় এই চায়ে থাকা উপাদান।