27 May 2024
খাওয়া শুরু না শেষের ২ ঘণ্টা পর? কখন PP Sugar Test করাবেন?
credit: istock
TV9 Bangla
রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলেই মুশকিল। একবার ডায়াবেটিস ধরলে আর জীবনেও এই রোগের হাত থেকে পিছু ছাড়াতে পারবেন না।
ডায়াবেটিসে নিয়মিত রক্ত পরীক্ষা করাতে হয়। তবেই বোঝা যায়, রক্তে শর্করার মাত্রা কতটা বেড়েছে বা কমছে। এছাড়া বোঝার আর কোনও উপায় নেই।
রক্তে সুগার লেভেল কতটা বেড়েছে, তা যাচাইয়ের জন্য দু'বার রক্ত পরীক্ষা করাতে হয়। একবার ফাস্টিং সুগার এবং অন্যটি পিপি সুগার।
প্রত্যেক সুগার রোগীর জেনে রাখা দরকার কখন ফাস্টিং সুগার এবং কখন পিপি সুগার পরীক্ষা করানো জরুরি। সেই তথ্যই রইল এখানে।
ফাস্টিং সুগার পরীক্ষা সকালবেলা খালি পেটে করতে হয়। ৮ ঘণ্টা বা তার বেশি খাবার না খেয়ে থাকতে হয়। তারপর ফাস্টিং পরীক্ষা হয়।
সমস্যা তৈরি হয় পিপি সুগার পরীক্ষার সময়। অনেকেই বুঝতে পারেন না, পোস্ট প্র্যান্ডিয়াল (পিপি) সুগার টেস্ট কখন করানো উচিত।
খাওয়া শুরুর ২ ঘণ্টা পর? না খাওয়া শেষের ২ ঘণ্টা পর? কখন পিপি পরীক্ষা করানো উচিত, অনেকেই ঠিকমতো বুঝতে পারেন না।
পিপি সুগার পরীক্ষা করা হয় ভরা পেটে। কিন্তু খাওয়া শুরুর ২ ঘণ্টা পর পিপি সুগার পরীক্ষা করানো জরুরি। তবেই সঠিক ফলাফল পাবেন।
আরও পড়ুন