6 July 2024

প্লাস্টিকের বোতলে জল খাওয়ার ভুল আপনিও করেন?

credit: istock

TV9 Bangla

প্লাস্টিকের বোতলে জল খায় বেশিরভাগ মানুষ। বাজারে জল বিক্রি হয় প্লাস্টিকের বোতলে ভরে। এতেই কিন্তু কমছে জীবনের আয়ু।

প্লাস্টিকের বোতলের জলে প্রায় ১ লক্ষ ন্যানোপ্লাস্টিক অণু রয়েছে। এই অণুগুলো রক্ত প্রবাহের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে।

প্লাস্টিকের বোতলে জল খেলে দেহে প্রবেশ করে মাইক্রোপ্লাস্টিক। এই ক্ষতিকারক উপাদান প্রায় ৯৩ শতাংশ প্লাস্টিকের বোতলে রয়েছে।

দিনের পর দিন প্লাস্টিকের বোতলে জল খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়। এর জেরে কী-কী ক্ষতি হয়, চলুন জেনে নেওয়া যাক।

প্লাস্টিকের বোতলে জল খেলে প্রজনন স্বাস্থ্য, কার্ডি‌ওভাস্কুলার রোগ, হরমোনের ভারসাম্যহীনতা ও ক্যানসারের মতো নানা সমস্যা তৈরি হয়।

‘বিসফেনল এ’ বা ‘বিপিএ’-সহ একাধিক বিষাক্ত উপাদান থাকে প্লাস্টিকের বোতলে। এগুলো দেহে ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তোলে।

প্লাস্টিকের বোতলে জল খেলে ক্যানসারের সম্ভাবনা বাড়ে। পাশাপাশি কিডনির ক্ষত হয়। বোতলে থাকা অণু কিডনির সমস্যা বাড়ায়।

প্লাস্টিকের বোতলে জল খেলে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। চেষ্টা করুন প্লাস্টিকের বোতল ব্যবহার না করার। এতেই রোগ এড়াতে পারবেন।