আপনার শিশুর এইসব লক্ষণ আছে? সাবধান, হতে পারে কিডনির জটিল রোগও!
credit: google
TV9 Bangla
কিডনির রোগ যে কেবল বড়দের হবে এমন কোনও কথা নেই। নানা কারণে কিডনির জটিল রোগ হতে পারে শিশুদেরও। তাই এই সব উপসর্গ দেখলেই সাবধান হন।
ঘন ঘন প্রস্রাব পেলে তা ভাল লক্ষণ নয়। আবার প্রস্রাবের জায়গায় সংক্রমণ হলে তো আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
৬ বছরের বেশি বয়সেও অনেকে বিছানায় প্রস্রাব করে ফেলে। অনেকেই মনে করেন এটা অভ্যেসের ভুল। তবে এই লক্ষণ ভাল নয়। তাই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।
শিশুরা সব সময় হাবিজাবি খেতে পছন্দ করে। বিশেষ করে চকোলেট হলে তো কথাই নেই। তবে এর প্রভাব কিন্তু পড়ে তাঁর দাঁতের উপরে। অচিরেই নষ্ট হতে পারে মাড়ি! যত্ন নেবেন কী ভাবে?
যদি দেখেন আপনার সন্তানের মাঝে মাঝে তলপেটে ব্যথা হচ্ছে, ঘন ঘন বমি করছে,বা বমি বমি ভাব অথবা কোমরে খুব ব্যথা, সেই ব্যথা ঘুরিয়ে পিঠ অবধি হতে পারে। তবে সচেতন হন।
পেট ফুলে যাওয়া, খিদে কমে যাওয়া, বা প্রচণ্ড দুর্বলতাও কিন্তু হতে পারে কিডনির রোগের লক্ষণ। এই সময় উচ্চ রক্তচাপের সমস্যাতেও ভুগতে পারে আপনার সন্তান।
শিশুদের কিডনিতে রোগের নানা কারণ থাকে। যেমন ধরুন ডায়াপার থেকে প্রস্রাবের জায়গায় সংক্রমণের ঝুঁকি থাকে। আবার দিনের পর দিন অনেক সময় প্রস্রাব চেপে থাকলে মূত্রথলিতে চাপ পড়ে।
বার বার মূত্রনালিতে সংক্রমণ হতে থাকলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে মেয়েদের ঝুঁকি আরও বেশি। এই সমস্যা এড়াতে বাবা-মা কেই সচেতন হতে হবে।
পর্যাপ্ত জল খেতে হবে। প্রস্রাব চেপে রাখার অভ্যেস ত্যাগ করতে হবে। অস্বাস্থ্যকর খাবার খাওয়া বন্ধ করতে হবে। এবং বড় ঝুঁকি এড়াতে কোনও উপসর্গ দেখলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।