8 Aug 2024

শ্বাসকষ্ট, টানা সর্দিতে ভুগছেন? সাবধান! লাং ক্যানসার নয়তো?

credit: google

TV9 Bangla

এখন ভারতে ক্যানসার আক্রান্তদের মধ্যে ৫.৯% লাং ক্যানসারে ভোগে এবং ক্যানসারের ফলে মৃত্যুর ৮.১% এই লাং ক্যানসারের রোগী।

শ্বাস নিতে সমস্যা হয়, অনেক দিন ধরে সর্দিতে ভুগছেন? এই সব কিন্তু হতে পারে লাং ক্যানসারের লক্ষণ! আপনিও আক্রান্ত নন তো? বুঝবেন কী উপায়ে? কী দেখলে সতর্ক হবেন?

৩ সপ্তাহের বেশি সময় ধরে যদি সর্দিতে ভোগেন, এবং সময়ের সঙ্গে আপনার অবস্থার অবনতি হতে থাকে, তা হলে সাবধান! সাধারণ হালকা কাজ করতে গিয়ে শ্বাসকষ্ট হতে পারে।

যদি টানা বুকের ব্যথায় ভোগেন তা হলে সতর্ক হন। শ্বাস নিতে গেলে, কাশি হলে বা হাসতে গেলে এই ব্যথা আরও বাড়তে পারে।

যদি দীর্ঘ দিন আপনার গলার স্বর ফ্যাসফ্যাসে হয়ে যায়, এবং তা ঠিক না হয় তা হেল এটি টিউমারের লক্ষণ হতে পারে। যা পরবর্তীতে লাং ক্যানসারের রূপ নিতে পারে।

হঠাৎ করে ওজন কমে গেলে সতর্ক হন। যদি খুব ক্লান্ত লাগে, পর্যাপ্ত বিশ্রাম নিয়েও সেই ক্লান্তি না কাটে তা হলে হতে পারে এটি লাং ক্যানসারের লক্ষণ।

নিয়মিত ব্রংকাইটিস বা নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হওয়া কিন্তু লাং ক্যানসারের লক্ষণ হতে পারে। এই রোগে আক্রান্ত হলে মুখের স্বাদ কোরক বদলে যায়, খিদে কমে আসে।

কাশির সঙ্গে রক্ত বেরোল তক্ষুনি চিকিৎসকের পরামর্শ নিন। সব সময় এই রক্তের রং লাল হবে তার কোনও মানে নেই। বরং রাস্ট রঙের হতে পারে। সঙ্গে শ্লেষ্মা বেরোতে পারে।