10 July 202
4
৪০ পেরোলে সাবধান! এড়াবেন এই ৫ লক্ষণ
credit: istock
TV9 Bangla
আজকাল ৩০-এই ধরা পড়ছে হাই কোলেস্টেরল। তবে, বয়স বাড়লে যে ক্রনিক অসুখের ঝুঁকি বাড়ে, তা নিশ্চয়ই আপনিও জানেন?
চল্লিশোর্ধ্ব পুরুষদের মধ্যে কোলেস্টেরল বেড়ে যাওয়ার প্রবণতা বেশি। তাই বছরে অন্তত একবার লিপিড প্রোফাইল পরীক্ষা করানো দরকার।
কোলেস্টেরল বাড়লে তার লক্ষণ দেখা দেয়। তবে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুরুষদের মধ্যে একটু অন্য উপসর্গ দেখা দেয়, সেগুলো কী, দেখে নিন।
চোখের চারপাশে, নাকের পাশে ফোলা এবং হলুদ রঙের র্যাশ বেরোয়। এমন হলে দ্রুত কোলেস্টেরল পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
চোখে মণির চারপাশ ধূসর হয়ে যায়। যাঁদের উচ্চমাত্রার কোলেস্টেরল আছে, তাঁদের চোখে এই উপসর্গ সবচেয়ে বেশি দেখা দেয়।
কোনও কারণ ছা়ড়াই যদি ঘন ঘন মাথাব্যথা হতে থাকে, তা হলে একবার লিপিড প্রোফাইল পরীক্ষা করিয়ে নিন। হতে পারে কোলেস্টেরল বেড়েছে।
বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অত্যধিক দুর্বলতা— উচ্চ কোলেস্টেরলের অন্যতম লক্ষণ এগুলি। ৪০ পেরোলে এগুলোকে হালকাভাবে নেবেন না।
স্লিপ অ্যাপনিয়ায় ভোগেন? ঘুমনোর সময় জোরে জোরে নাক ডাকেন? কোলেস্টেরল বৃদ্ধির কারণে স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি বাড়ে।
আরও পড়ুন