26 January 2024

অতিরিক্ত চুল ঝরছে? হতে পারে থাইরয়েড

credit: istock

TV9 Bangla

আপনার শরীরে থাইরয়েডের সমস্যা দেখা দিয়েছে কী না, জানার জন্য এই আটটি লক্ষণের দিকে নজর রাখুন।

এই শারীরিক বা মানসিক লক্ষণগুলি দেখা দিলে আপনার তাড়াতাড়ি সতর্ক হয়ে যাওয়া উচিত। দেখে নিন সমস্ত লক্ষণ।

আপনি যদি অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন, তাহলে তা থাইরয়েড হওয়ার লক্ষণ হতেই পারে। তাই সচেতন হোক।

অতিরিক্ত ওজন বেড়ে যাওয়াও থাইরয়েডের লক্ষণ হতে পারে। শরীরের বিপাকের মাত্রা যদি কমে যায় বা বেড়ে যায়।

কিন্তু প্রশ্ন হল, এই প্রাকৃতিক উপাদানটি কি আদৌ আপনার ত্বকের যত্ন নিতে পারে? জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা।

বেশি শীত না পড়লেও যদি আপনার খুব সহজেই ঠান্ডা লাগে, তার মানে আপনার শরীর যথেষ্ট পরিমাণে ক্যালরি ঝরাচ্ছে না।

বরং আপনার শরীর ক্যালরি সঞ্চয় করে রাখছে। আর এতেই থাইরয়েড হওয়ার লক্ষণ হিসেবে ধরা যেতে পারে।

থাইরয়েডের সমস্যা হলে আপনার চুল ঝরা বেড়ে যেতে পারে। চুলের গোড়া দুর্বল হয়ে যাওয়ার জন্য অনেক ক্ষেত্রেই থাইরয়েডজনিত সমস্যা দায়ী।