13 July 2024

ডায়াবেটিসের এই ওষুধই কমাচ্ছে ক্যানসারের সম্ভাবনা 

TV9 Bangla

ডায়াবেটিস বা ব্লাড সুগারের মাত্রা বৃদ্ধির সমস্যায় প্রচুর ভারতীয় ভোগেন। এই ডায়াবেটিসও বিভিন্ন রকমের হয়।

ডায়াবেটিসের প্রভেদ অনুযায়ী বিভিন্ন রকমের ওষুধ চিকিৎসকরা দিয়ে থাকেন। ইনসুলিন ইঞ্জেকশনও নিতে হয় অনেককে।

টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসার জন্য ওজেম্পিক ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরেই এই ওষুধের ব্যবহার হয়ে আসছে। যদিও টাইপ-১ ডায়াবেটিসের জন্য এই ওষুধ নয়।

কিন্তু এই ওষুধ অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি করে। এর মাধ্যমেই রক্তে শর্করার পরিমান বাড়তে দেয় না।

সম্প্রতি ওজেম্পিক নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেই গবেষণাপত্রে জানানো হয়েছে, এই ওষুধ ক্যানসার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়।

২০০৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যাঁদের এই ওষুধ দেওয়া হয়েছিল, তাঁদের নিয়েই করা হয়েছে এই গবেষণা। সেখানেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

গবেষণায় উঠে এসেছে, এই মেডিসিন ১৩ ধরনের ক্যানসারের মধ্যে ১০ ধরনের ক্যানসারের সম্ভাবনা কমিয়ে দেয়। এর মধ্যে রয়েছে কিডনি, অগ্ন্যাশয়, যকৃত, কোলন এবং ডিম্বাশয়ে ক্যানসারের সম্ভাবনা কমায়।

সুগার কমানোর ওষুধের এই উপকারিতার কথা সামনে আসতেই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। চিকিৎসক মহলও এই ওষুধ নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছেন।