শরীর সুস্থ ও সতেজ রাখতে প্রোটিন, ভিটামিন, ফাইবারের পাশাপাশি বিভিন্ন খনিজও প্রয়োজন। বিশেষত, পটাসিয়াম, সোডিয়ামের মতো ক্যালসিয়ামও খুব গুরুত্বপূর্ণ।
হাড় মজবুত করা থেকে হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে জরুরি ক্যালসিয়াম। এছাড়া পেশি গঠনে, দাঁত ও মাড়ি সুস্থ রাখতে, এমনকি নখের স্বাস্থ্য ভাল রাখতেও ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ।
অনেকের নখ একটু বাড়লেই ভেঙে যায়। এটা দেহে ক্যালসিয়াম ঘাটতি হওয়ার অন্যতম উপসর্গ। দাঁতে ব্যথা, চুল পড়ে যাওয়ারও অন্যতম কারণ ক্যালসিয়ামের ঘাটতি।
ক্যালসিয়ামের সঙ্গে হার্টেরও যোগ কয়েছে। দেহে ক্যালসিয়ামের অভাব হলে হার্টের পেশি সঞ্চালনে সমস্যা হয়। যার ফলে প্যালপিলেশন, হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।