28 June 2024

এই গাছের পাতা রোজ খেলে কখনও হবে না পেটের অসুখ

TV9 Bangla

গ্রাম বাংলার পথে ঘাটে বিভিন্ন রকমের গাছপালা জন্মায়। এর মধ্যে কিছু গাছ স্বাস্থ্যের পক্ষে দারুণ উপকারী।

এই সব গাছ চিনে সঠিক পদ্ধতিতে যদি পদ্ধতিতে খাওয়া যায়, তাহলে শরীরের একাধিক উপকার হবে। মুঠো মুঠো ওষুধ খাওয়া লাগবে না।

এ রকমই একটি গাছ হল থানকুনি। থানকুনি পাতার গুণ কিন্তু অশেষ। নিয়মিত তা খেতে পারলে হবে না পেটের অসুখ।

থানকুনি পাতায় Asiaticoside নামে একটি উপাদান রয়েছে। যা হজম ক্ষমতা বৃদ্ধি করে।

এর পাশাপাশি থানকুনি পাতা পাকস্থলীতে আলসারের সমস্যাতেও দারুণ কাজ দেয়। পেট খারাপ সারাতেও এই পাতা কার্যকরী।

মস্তিষ্কের জন্য থানকুনি পাতা খুব ভালো। এতে থাকা বাকোসাইড এ এবং বি মস্তিষ্কে রক্তসঞ্চালন ভালো করে। কোষের বিকাশে সাহায্য করে।

শরীর থেকে টক্সিন পদার্থ দূর করে দেয় এই পাতা। যার জেরে শরীর থাকে সুস্থ।

নিয়মিত থানকুনি পাতা খেলে ত্বক হয়ে উঠবে সতেজ। ব্রণ, ফোঁড়ার মতো সমস্যা থেকে মুক্তি মিলবে।