3 NOV 2024

উচ্চতা কত হলে পুরুষরা বিছানায় শ্রেষ্ঠ হয়? কী বলছে গবেষণা?  

credit: getty images

TV9 Bangla

নিজের উচ্চতা নিয়ে চিন্তিত নয় এমন পুরুষ কমই আছেন। উচ্চতা নিয়ে যেন প্রতি মুহুর্তে হীনমন্যতায় ভুগছেন ছেলেরা। সেই ছোট বেলা থেকে শুরু কে কত বড় তার প্রতিযোগিতা।

বাজারে চারপাশে উচ্চতা বাড়ানোর নানা পানীয়ের রমরমাই এই হীনমন্যতার সবচেয়ে বড় প্রমাণ। আরেকটি বিষয় নিয়েও খানিকটা টেনশনে থাকেন পুরুষেরা। তা হল নিজের বিছানায় সঙ্গীর চাহিদা পুরণ করতে পারছেন তো?

তবে উচ্চতা কম এখন কিন্তু আর লজ্জা পাওয়ার কিছু নেই। কারণ বিজ্ঞান বিষয়ক পত্রিকা প্রকাশিত এক গবেষণা বলছে কম উচ্চতা সম্পন্ন পুরুষরা নাকি বিছানায় অনেক বেশি সক্ষম।

গবেষণা জানাচ্ছে, লম্বা পুরুষদের তুলনায় কম উচ্চতা সম্পন্ন পুরুষদের যৌন জীবন অনেক বেশি সুখের হয়। তাঁদের যৌন মিলনের আগ্রহ অনেক বেশি।

৫৩১ জন বিষমকামী পুরুষের উপর এই গবেষণাটি চালায় একটি সংস্থা। প্রকাশিত সেই গবেষণা পত্রটির দাবি ১৭৫ সেন্টিমিটার বা ৫ফুট ৯ইঞ্চির কম উচ্চতার পুরুষদের যৌন জীবন বেশি সুখময়।

বৈবাহিক সম্পর্কের দিক থেকেও কিন্তু এগিয়ে সেই কম উচ্চতার পুরুষরাই। ওই গবেষণার পত্রের দাবি, কম উচ্চতার পুরুষদের মধ্যে বিবাহ বিচ্ছেদের প্রবণতা কম।

গৃহস্থালীর কাজ কর্মে হাত লাগানোর ক্ষেত্রেও এগিয়ে রয়েছেন কম উচ্চতার ব্যক্তিরা। তাঁরা গড়ে লম্বা পুরুষদের তুলনায় এক ঘণ্টা বেশি সময় নিয়োগ করে ঘরের কাজ। বিবাহবিচ্ছেদের সংখ্যাও ৩২ শতাংশ কম।

তবে কেন এ রকম ঘটে তা নিয়ে নিশ্চিত নন গবেষকরা। অনেকের মতে এর পেছনে রয়েছে 'নেপোলিয়ন কমপ্লেক্স'। এই তত্ত্ব অনুসারে উচ্চতা কম হলে, নিজেদের পৌরুষকে প্রতিষ্ঠিত করতে অনেক বেশি যত্নবান হন পুরুষরা।