29 March, 2024

এই ৩ জিনিস দিয়ে কান পরিষ্কার করলেই বিপদ!

credit: Pinterest

TV9 Bangla

কানের ময়লা বের করার জন্য অজান্তেই হাতের কাছে যা পাওয়া যায়, তাই দিয়ে কানের ভিতরে প্রবেশ করানো হয়।

এর জেরে অনেক সময় ছোটখাটো সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে কানে ব্যথা বা শ্রবণশক্তি হ্রাস হতে পারে।

তবে অনেকেই জানেন না যে কানের ময়লা আসলে কানের ভিতরকে রক্ষা করে। ময়লা বের হয় স্বাভাবিক নিয়মেই। নিজেকে করার দরকার পরে না।

কানের ময়লা পরিষ্কার করার জন্য অনেকেই দেশলাই কাঠি, তুলো, ইয়ারবাডস, তুলো ব্যবহার করে থাকেন। এতে কানের চরম ক্ষতি হতে পারে।

ওয়াটার ফ্লাশিং হল সেরা উপায়। মাথা একপাশে কাত করে কানের মধ্যে একদম হালকা গরম জল ঢালুন। কানের ময়লা নরম হয়ে বেরিয়ে আসবে।

নারকেল তেল, অলিভ অয়েল ইত্যাদি হালকা গরম করে একটি ড্রপারে নিন। এবার মাথা একদিকে কাত করুন। কানে কুসুম গরম তেল ঢেলে মাথায় রাখুন ৫ মিনিট।

কানের ময়লা বের হবে আপনাআপনি। এককানের হয়ে গেলে অন্য আরেকটি কানে একই উপায়ে এই উপায় কাজে লাগান।

আধা চা চামচ বেকিং সোডা ৬০ মিলি হালকা গরম জলে গুলে নিন। ড্রপারে রেখে মাথা একদিকে কাত ককরে উপর থেকে ৫-১০ ফোঁটা করে দিন।

মিশ্রণটি ১ ঘণ্টা কানে রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। দিনে একবার করলে কয়েক দিনের মধ্যে কানের মোম বেরিয়ে আসবে। টানা ২ সপ্তাহের বেশি করবেন না।