13 February 2024
মুখে দুর্গন্ধ? ডায়াবেটিস পরীক্ষা করে নিন
credit: istock
TV9 Bangla
ডায়াবেটিসের একাধিক উপসর্গ রয়েছে, যার মধ্যে রয়েছে ক্লান্তি, দুর্বলতা, ঝাপসা দৃষ্টি, অত্যধিক তেষ্টা, ঘন ঘন প্রস্রাব।
আর বিশেষজ্ঞদের মতে, রক্তে যদি শর্করার পরিমাণ বেড়ে যায় তাহলে মুখের আশেপাশেও তার লক্ষণ দেখা যায়।
মূলত, ডায়াবেটিস হল এমন একটি রোগ যেটি শরীরের অন্যান্য অঙ্গের উপরও প্রভাব ফেলে।
ডায়াবেটিসে আক্রান্ত হলেই বেশির ভাগ মানুষ কিডনি, স্নায়ু, হার্ট ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন হয়। কিন্তু মুখের কথা সহজে কেউ মনে করে না।
ডায়াবেটিসে আক্রান্ত হলে মুখেও তার লক্ষণ প্রকাশ পায়। এই ক্ষেত্রে মুখ ও দাঁতের পরীক্ষা করানো আবশ্যিক।
অনেক ক্ষেত্রে মুখে আলসার হলে, এর সঙ্গে ডায়াবেটিস থাকলে সহজে ক্ষত সারতে চায় না।
ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের মুখে দুর্গন্ধও তৈরি হয়। ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিসের ফলে একটি তীব্র কিটোন তৈরি হয় মুখের মধ্যে।
যে কারণে তখন নিঃশ্বাস থেকে কিংবা মুখ থেকে বাজে গন্ধ বেরোয়। যাঁদের ব্লাডসুগার ২৫০ বা ৩০০-এর বেশি তাঁদের নিয়মিত এই পরীক্ষা করানো প্রয়োজন।
আরও পড়ুন