আজকাল ডায়াবেটিসে আক্রান্তের হার ক্রমশ বাড়ছে। প্রাথমিকভাবে অনেকেই বুঝতে পারেন না যে, তিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন।
ডায়াবেটিসকে বলা হয় নীরব ঘাতক। তবে বারবার তৃষ্ণা পাওয়া, বারবার প্রস্রাব হওয়া, বেশিক্ষণ প্রস্রাব ধরে রাখতে না পারা ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ।
হঠাৎ করে ত্বক শুষ্ক ও খসখসে হতে থাকলে, চোখের নীচে, ঘাড়ে, বগলে ডার্ক সার্কেল ডায়াবেটিসের প্রাথমিক উপসর্গ হতে পারে।
মাড়ি ফুলে যাওয়া, দাঁত থেকে রক্ত পড়া, মুখ থেকে দুর্গন্ধ বেরোনো ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ হতে পারে। এগুলি হলে দাঁতের ডাক্তার দেখানোর পাশাপাশি রক্ত পরীক্ষা করান।
ডায়াবেটিসে আক্রান্ত হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। বারবার মূত্রনালিতে সংক্রমণ বা ত্বকে সংক্রমণ ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।
রক্তে শর্করার মাত্রা বাড়লে শরীরে নানা রকম পরিবর্তন হয়। দৃষ্টিশক্তির উপরেও প্রভাব ফেলতে পারে ডায়াবেটিস। হঠাৎ করে চোখে কম দেখলে ডায়াবেটিস পরীক্ষা করান।
রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। হঠাৎ করে কানে কম শুনলে ডাক্তার দেখান এবং ডায়াবেটিস টেস্ট করান।
ডায়াবেটিস মনের উপরেও প্রভাব ফেলে। মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এবং অকারণে উদ্বেগ করা ডায়াবেটিস রোগীদের প্রাথমিক লক্ষণ।